সোমবার, ১২ মে ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে অনুমোদন বিহীন বিএনপি পার্টি অফিসে সেনাবাহিনীর অভিযান; দেশিয় অস্ত্রসহ ১জন গ্রেফতার বীজ আলুর দর পুনর্বিবেচনার দাবিতেজামালপুরে চাষিদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে নাটোরে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা ময়মনসিংহের ধোবাউড়ায় ০২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারী আটক। বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা,বাড়ি ছেড়ে আত্মগোপনে প্রেমিক জামালপুরে ১ম বিভাগ ফুটবল লীগ আয়োজনেডিএফএ ও ক্লাব প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত নাসিরনগরে বজ্রপাতে তিন জনের মৃত্যু জামালপুরে মাদ্রাসা ভর্তিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল

পঞ্চগড় প্রতিনিধি আজহারুল ইসলাম
প্রকাশিত হয়েছে : রবিবার, ১১ মে, ২০২৫
আটোয়ারী উপজেলা বিএনপি'র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল
আটোয়ারী উপজেলা বিএনপি'র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আটোয়ারী উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতি হিসেবে এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম দুলাল নির্বাচিত হয়েছেন। ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে বদিউজ্জামান মানিক ও বাবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার ১০ এপ্রিল বিকেলে আটোয়ারী মহিলা কলেজ মাঠে অধিবেশনের দ্বিতীয় পর্বে নির্বাচন শুরু হয় এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের মোট ৩৫৩ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে শত স্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করেন।

অধিবেশনে উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদ ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভিন এবং সম্মেলনের উদ্বোধক হিসেবে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু উপস্থিত ছিলেন।

এর আগে প্রথম অধিবেশন শেষে ফরহাদ হোসেন আজাদ আটোয়ারী উপজেলার বিএনপির পূর্বের আহবায়ক এবি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

শেষে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’রসদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিকদের নাম ঘোষণা করেন। এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেন। এই সম্মেলনের মাধ্যমে আটোয়ারী উপজেলা বিএনপি নতুন নেতৃত্বের অধীনের সংগঠনকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর