আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে শিমুল (২১) নামে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিমুল রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। এছাড়া একই উপজেলার পিরেরা গ্রামের বেলাল হোসেন ও ইয়ামিন হোসেন নামে দু’জন আহত হন। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আত্রাই থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ মে মঙ্গলবার দুপুর আনুমানিক দেরটায় আত্রাই থেকে রাণীনগরের দিকে ধানের গুড়া বোঝাই ভটভটিটি যাচ্ছিল। গাড়ীটি নওগাঁ-নাটোর মহাসড়কের ভরতেঁতুলিয়া সেতুর নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল নামে একজন মারা যান এবং বেলাল ও ইয়ামিন আহত হন। প্রত্যক্ষদর্শীরা আহত বেলাল ও ইয়ামিনকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, খবর পেয়ে সাব-ইনেস্পেক্টর ওবাইদুল করিমসহ কয়েকজন সিপাইকে পাঠিয়েছিলাম। তাদের এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের্ব উল্টে গিয়ে শিমুল নামে একজন মারা যান। বেলাল ও ইয়ামিন নামে আহত দু’জন হাসপাতালে ভর্তি আছেন।