সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে রাস্তাবিহীন একটি প্রাইমারি স্কুল, বিপদে শিক্ষার্থীরা। “নাগেশ্বরী কচাকাটা কলেজের শিক্ষিকা লাকী খাতুনের বিরুদ্ধে পর্দা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ” আত্রাইয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ক্লাস বর্জন করে ছাত্র/ছাত্রীদের বিক্ষোভ মিছিল নওগাঁয় অনূর্ধ্ব-১৫ এর মাসব্যাপী সাঁতার-এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু নওগাঁয় নিম্নমানের ইট-রাবিশ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ: দুই ব্যক্তি আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন শতইস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশিদের জন্য ইউএই’র ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবে: মাহফুজ আলম

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে ঘুরে গেছেন লাখো পর্যটক

হাসান আকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : রবিবার, ৪ মে, ২০২৫
আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে ঘুরে গেছেন লাখো পর্যটক

এর মধ্যে ৭০০টির বেশি বাসে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে চার হাজারের বেশি মানুষ শিক্ষা সফর ও পিকনিকে এসেছেন।

এর বাইরে বাসসহ বিভিন্ন যানবাহনে আসেন প্রচুর মানুষ।

অতিরিক্ত যানবাহনের ভিড়ে শহরের সৈকত সড়ক, কলাতলী হাঙর ভাস্কর্য মোড় ও বাইপাস সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

ট্রাফিক পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ১ মে থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকত ভ্রমণে ঘুরতে এসেছেন অন্তত কয়েক লাখ পর্যটক।

এর মধ্যে ট্রাফিক পুলিশের অনুমতি নিয়ে শহরে ঢুকেছে বিভিন্ন জেলা থেকে পিকনিক ও শিক্ষাসফরে আসা ৬০০টির বেশি বাস।

আরও শতাধিক বাস শহরের বাইরে অবস্থান করছে। অধিকাংশ বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব-সংগঠন, ট্যুর অপারেটর ও বেসরকারি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আসা।

আজ দুপুরে সৈকতে সুগন্ধা পয়েন্টে নেমে দেখা গেছে অন্তত ২০ হাজার মানুষ লোনা জলে নেমে গা ভাসাচ্ছেন।

দক্ষিণ দিকের কলাতলী এবং উত্তর দিকের লাবণী পয়েন্টের চার কিলোমিটারে রয়েছেন আরও ২০-৩০ হাজার। প্রচণ্ড গরমে কমবেশি সবাই সমুদ্রে নেমেছেন।

গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ বলেন, বৈরী পরিবেশে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। তার ওপর প্রচণ্ড গরম পড়ছে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকেরা ক্লান্তি দূর করতে সমুদ্রে নামছেন। ঢেউয়ের ধাক্কায় ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার তৎপরতায় ব্যস্ত রয়েছেন ২৭ জন লাইফগার্ড। কয়েকটি উঁচু চৌকিতে বসে পর্যটকদের নজরদারিতে রাখেন লাইফ গার্ড সদস্যরা।

কক্সবাজার কলাতলী হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ১ মে থেকে টানা তিন দিনের ছুটিতে সৈকত ভ্রমণে এসেছেন কয়েক লাখ পর্যটক। জেলায় হোটেল আছে ৫০০ টির বেশি। ধারণ ক্ষমতা ১ লাখ ৮৬ হাজার। তিন দিনে সব হোটেলেরই শতভাগ বুকিং ছিল।

সমুদ্রস্নানের পাশাপাশি অধিকাংশ পর্যটক কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, পাহাড়ি ঝরনার হিমছড়ি, পাথুরে সৈকত ইনানী ও পাটোয়ারটেক, রামু বৌদ্ধপল্লি, ডুলাহাজারা সাফারি পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র দেখতে যাচ্ছেন। ছুটি শেষ হওয়ায় আজ বিকেল থেকে অনেকে গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

ট্যুর অপারেটর ও হোটেল মালিকেরা জানান, অন্যান্যবারের তুলনায় এবার পিকনিক ও শিক্ষাসফরে আসা বাসের সংখ্যা কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনালে জায়গা সংকুলান না হওয়ায় ছয় শতাধিক পিকনিকের বাস রাখা হয় শহরের বাইপাস সড়কের দুই পাশে, উত্তরণ আবাসিক এলাকার সড়কে, আশপাশের আরও তিনটি খোলা জায়গায়। শহরের অভ্যন্তরে পর্যটন করপোরেশনের বিশাল মাঠেও শতাধিক বাস রাখা হয়। কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের ধারণক্ষমতা ১২০টি।

ঢাকার তেজগাঁও এলাকা থেকে ১ মে বিকেলে পিকনিকে আসেন একটি শ্রমিক সংগঠনের ৫০-৬০ জন। বাইপাস সড়কে গাড়ি রেখে সবাই সৈকতে নেমে পড়েন। তাঁদের একজন নজরুল ইসলাম (৪৫) বলেন, কমবেশি সবাই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। সারা দিন কাজকর্মে ব্যস্ত থাকতে হয় তাঁদের। পয়লা মে উপলক্ষে তিন দিনের ছুটি কাটাতে সবাই কক্সবাজার ছুটে আসেন। আজ বিকেলে সবার গন্তব্যে ফেরার কথা।

কক্সবাজার ট্যুরিস্ট ক্লাব ও ট্যুর অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, কম খরচে সৈকত ভ্রমণে বেশির ভাগ মানুষ এখন ট্যুর অপারেটরের সহযোগিতা নিচ্ছেন। তাতে নিরাপত্তাও নিশ্চিত হয়। অল্প সময়ে বিনোদনকেন্দ্রগুলো ঘুরে আসার সুযোগ পান। তবে বঙ্গোপসাগরের মধ্যের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকের ভ্রমণ বন্ধ রয়েছে। সাগর উত্তাল থাকায় সাগরদ্বীপ মহেশখালী ভ্রমণেও পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর