শিরোনাম
আরটিভিতে আলোচিত প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন সিরাজগঞ্জের ইউসুফ দেওয়ান রাজু

দেশসেরা টেলিভিশন ‘আরটিভি’তে “কবরস্থান আলোকিত করে প্রশংসা কুড়াচ্ছেন মেয়র” শিরোনামে প্রচারিত আলোচিত প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি (দক্ষিণ) ইউসুফ দেওয়ান রাজু।
বুধবার (২১ ডিসেম্বর) চলতি বছরের আগস্ট মাসের আলোচিত প্রতিবেদক হিসেবে তালিকা প্রকাশ করে সুনামধন্য টেলিভিশন আরটিভি কর্তৃপক্ষ। চলতি বছরের আগস্ট মাসে আরটিভিতে “কবরস্থান আলোকিত করে প্রশংসা কুড়াচ্ছেন মেয়র” শিরোনামে সংবাদ ভাইরাল হয় দেশজুড়ে। মানবিক এই সংবাদটিকেই ‘আলোচিত প্রতিবেদন’ হিসেবে পুরস্কৃত করলো আরটিভি কর্তৃপক্ষ।
পুরস্কারপ্রাপ্ত ইউসুফ দেওয়ান রাজু আরটিভিতে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক বর্তমান, ঢাকামেইল ডটকমের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোচিত প্রতিবেদনের জন্য পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে আরটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু বলেন, পুরস্কার সবসময়ই ভালো কাজের উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রদ্ধেয় আশিকুর রহমান স্যার। কৃতজ্ঞতা জানাই আরটিভি’র উপ-বার্তা প্রধান মামুনুর রশীদ খানের প্রতি। আর মনের গভীর থেকে ভালোবাসা প্রিয় অভিভাবক আরটিভি’র ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ ভাইকে। যার দক্ষ দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় আমার এই প্রাপ্তি।
আমি চির কৃতজ্ঞ আমার প্রিয় অভিভাবক, দৈনিক কলম সৈনিক ও আজকের জনবাণীর সম্পাদক ইতিহাস গবেষক মোহাম্মদ আবদুল হামিদ। যিনি দেড় বছর বয়সে পিতা হারানোর পর থেকে পিতার স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছেন। আমার সাংবাদিকতায় সবসময় উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন