শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু লাউ গাছের সাথে এ কেমন শুত্রুতা, থামছেনা কৃষক দম্পতির আহাজারি আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তায় আগ্রহী জাইকা আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ মিয়ানমার থেকে ৩ শতাধিক মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন দেবহাটায় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারকে সম্মাননা, দোয়া ও পরিচিতি সভা

ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম এনাম আহম্মদ (৫০)। এ সময় তার হেফাজত থেকে এক হাজার ৫৩০ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্র জানায়, আজ সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আরামবাগের জেদ্দা এক্সপ্রেস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা ও ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এনামকে গ্রেফতার করে মতিঝিল থানার একটি দল। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় এক হাজার ৫৩০ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল। এ ঘটনায় গ্রেফতারকৃত এনামের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এনামুল দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিল বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত এনামুল।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর