উখিয়ার পালংখালী কেন্দ্রীয় সমাজের সাধারণ সভা ও পূর্ণ কমিটি গঠন।

কক্সবাজারে উখিয়ার পালংখালী ষ্টেশনের বৃহত্তর সমাজ, পালংখালী কেন্দ্রীয় সমাজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৯ মে সন্ধ্যায় পালংখালী কেন্দ্রীয় জামে মসজিদে সমাজের সর্দার মোঃ জাকারিয়া ও ছৈয়দুল আলম চৌধূরী’র সভাপতিত্বে ও সর্দার মোঃ মুফিজুল আমল এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছৈয়দুল বশর।
সভায় সমাজের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে নিম্নোক্ত সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়।
সমাজের অভ্যন্তরীণে কোন প্রকার মাদক সেবন ও মাদক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এবং যারা মাদক সেবন/ বিক্রি করবেই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমাজের সীমানা নির্ধারণ করা হয়, সমাজের সীমানা পালংখালী ব্রীজ থেকেই গয়ালমারা আব্দুর রহিম প্রকাশ ভুট্টোর বাড়ি/০৮নং ওয়ার্ড এর সীমানা সীমানা পর্যন্ত নির্ধারণ করা হয়।

কবরস্থান জবর দখল কারীদের ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সীমানার বাহিরে অবস্থানরত সদস্যের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিয়ে সাদীতে মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাজের কোন সদস্যের মৃত্যু হলেই , সমাজের সদস্যদের উপস্থিতি বাধ্যতামুলক করা হয় এবং বিভিন্ন কাজে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কবর স্থানের কিছু জায়গা ঘিরার ব্যবস্থ্যা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাজের উন্নয়নের জন্য ফান্ড উত্তোলনের পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কোরবানী গরু জবাই, এর ব্যাপারে সমাজের ঈদগাহ মাঠেই গরু জবাই করতে হবে। বিয়ে, খৎনা, কর্ণ ছেদন ইত্যাদি অনুষ্ঠানে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
তালাশ,পরকিয়া , বাল্য বিয়ে ইত্যাদির বিষয়ে আলোচনা ও প্রতিরোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন সদস্য ভর্তি নিয়ে আলোচনা ও সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয় এবং সদস্য হতে ফরমের মাধ্যমে হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পার্শ্ববর্তী সমাজের লিস্ট কালেকশন করে অন্যান্য সমাজের আওতায় যাঁরা রয়েছে, তাদের বাদ দেওয়া।
পরে সকলের মতামত ও পরামর্শ ক্রমে উপরোক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে সাধারণ সভা সমাপ্ত করা হয়।