উল্লাপাড়ায় এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের ভবন উদ্বোধন ও পুরুস্কার বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের তৃতীয় তলা ভবন উদ্বোধন ও একাদশ শ্রেণির নবীন বরণ এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় চত্ত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন নাহার আলো,উপজেলা শিক্ষা কর্মকতা একে এম শামসুল হক প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরষ্কার,ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন,উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।