উল্লাপাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নানা আয়োজনে “আমরা উল্লাপাড়ার সন্তান ( আউশ)” সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার সন্ধায় পৌর শহরের এইচটি ইমাম উন্মুক্ত মঞ্চে স্মরণিকা প্রকাশ,৮০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ,দুস্থদের অটোরিক্সা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সংগঠনের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ উজ্জল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমী,সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সস্পাদক সেলিনা মির্জা মুক্তি,বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সহ সভাপতি নবী নেওয়াজ খাঁন বিনু সহ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, আউশের সাধারণ সম্পাদক ডাঃ শামসুল আলম স্বপন। উল্লেখ্য আমরা উল্লাপাড়া সন্তান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এ উপজেলার হাজার হাজার অসহায় দুস্থ মানুষকে নানাভাবে সহায়তা করে আসছে।