এনসিপি এখন আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মিলিয়েছে: মুরাদনগরে জনসভায় কায়কোবাদ

“যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা যদি সুন্দর নির্বাচন চায়, আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দেব। কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে”—এভাবেই রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের হায়দারাবাদ সামসুল হক কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ছাত্ররা আমাদের তাজ। কিন্তু কিছু ছাত্র নামধারী আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায়।” পাশাপাশি তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “আপনি আমাদের গর্ব, কলিজার টুকরা। ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয়, সেদিকে দয়া করে খেয়াল রাখবেন। মুরাদনগরবাসী, আপনারা দোয়া করবেন—দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়।”
কায়কোবাদ অভিযোগ করে বলেন, “যারা এনসিপি করেছে, তারা আজ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল। অথচ আজ তারা এক হয়ে গেছে। কিন্তু যাকে আল্লাহ বাঁচান, তাকে কেউ রুখতে পারে না।”
তিনি নিজ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “১৯৮৬ সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে কাজ করে যাচ্ছি। আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের ৫ আগস্টে স্বাধীনতার জন্য শহীদদের উদ্দেশে সুরা ফাতিহা পড়ি। তাদের জন্যই আজ আমরা খোলা মাঠে কথা বলতে পারছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, হায়দারাবাদ স্কুল অ্যান্ড কলেজের দাতা প্রয়াত সামসুল হকের সহধর্মিণী জাহানারা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ প্রমুখ।