বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সমঝোতায় বসবেন শেহবাজ-ইমরান ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে আনন্দমোহন কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন চৌহালী উপজেলার ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ভূরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে হামলা ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা সাম্য হত্যাপরশুরামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরশুরামের খন্ডল বাজারের ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন উলিপুরে ৪৬ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ০১, আহত অন্তত ১৬

এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র
এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র ।। সংগৃহীত ছবি

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৪ সালে এর নিজস্ব সম্পদ থেকে ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং তার অংশীদারদের সহযোগিতায় ১৪.৯ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। 

আজ এডিবি’র বার্ষিক প্রতিবেদন, ২০২৪-তে প্রতিষ্ঠানটির আর্থিক ও পরিচালনাগত ফলাফল প্রকাশিত হয়েছে। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক উন্নয়নের দিকে অগ্রগতি অর্জনের জন্য এডিবি কীভাবে তার উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসি) সমর্থন করেছে- তা সংক্ষিপ্তসার তুলে ধরা হয়েছে। 

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, ‘আমাদের বর্ধিত আর্থিক শক্তি ও সুদৃঢ় কৌশলগত লক্ষ্যের মাধ্যমে, এডিবি প্রতিশ্রুতিকে বাস্তব ফলাফলে রূপান্তরিত করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আরও সাশ্রয়ী মূল্যের এবং দক্ষ জ্বালানি ও পরিবহন ব্যবস্থায় অর্থায়ন করছি, উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টিকারী একটি প্রাণবন্ত বেসরকারি খাতকে সমর্থন করছি এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় মৌলিক পরিষেবাগুলোকে শক্তিশালী করছি। আমাদের অংশীদারদের সাথে আমরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলছি।’

২৪.৩ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে ঋণ, অনুদান, ইক্যুইটি বিনিয়োগ, গ্যারান্টি এবং সরকার ও বেসরকারি খাতকে প্রযুক্তিগত সহায়তা প্রদান।

২০২৪ সালে ১০ লাখ প্রত্যক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি অনুযায়ী এডিবি তার বেসরকারি খাতের প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে ৪.৮ বিলিয়ন ডলার প্রদান করেছে, যা ২০২৩ সালের তুলনায় ২৮.৫% বেশি।

এই অর্থায়ন সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতায় ব্যবসা বান্ধব  পরিবেশ, পুঁজিবাজার জোরদার ও বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করেছে।

প্রতিবেদনে এডিবি একটি বৃহত্তর, উন্নত ও অধিকতর কার্যকর উন্নয়ন ব্যাংক হয়ে ওঠার বিষয়টি তুলে ধরেছে।
এডিবি উৎপাদনশীল ও স্থিতিস্থাপক খাদ্য উৎপাদন ব্যবস্থা তৈরি, চরম ও বিরূপ আবহাওয়াজনিত ক্ষতিকারক প্রভাব হ্রাস এবং পরিবেশগত অবক্ষয় ও জীববৈচিত্র্যের ক্ষতি প্রতিরোধ করতে বছরব্যাপী আরও বিভিন্ন ধরনের আর্থিক ও জ্ঞানভিত্তিক সহায়তাও করেছে।

এডিবি সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন, আর্থিক ঝুঁকি মোকাবেলা, উন্নত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং বাজেটের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে তার উন্নয়নশীল সদস্য দেশগুলোকে সহায়তা করেছে।

এডিবি একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধিকে সমর্থন করে।

চ্যালেঞ্জগুলো একসঙ্গে সমাধানের জন্য এডিবি তার সদস্য ও অংশীদারদের সঙ্গে কাজ করে জীবন মানের উন্নয়ন, মানসম্পন্ন অবকাঠামো তৈরি করতে ও আমাদের এই গ্রহকে সুরক্ষিত করার জন্য উদ্ভাবনী আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্ব ব্যবহার করে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি’র সদস্যদেশ সংখ্যা ৬৯। এর মধ্যে ৪৯টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

বাংলার সংবাদ/এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর