শিরোনাম
কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রের সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রাবলী নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘Letters of Sheikh Mujibur Rahman’ শীর্ষক দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বই দু’টির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয়ের সম্পাদনা করেন। সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম।
প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানান হাবিবুর রহমান। তিনি গ্রন্থ দুটি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা প্রদানের জন্য আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উভয় গ্রন্থ প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর