গাইবান্ধায় চরাঞ্চলে ভূমিদস্যুদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

ভূমিদস্যু আওয়ামী লীগের দোসররা কর্তৃক ভুয়া কাগজ তৈরি করে গাইবান্ধার সুন্দরগঞ্জের ভাটি বোচাগাড়ী মৌজার জেএল নং ১০৭, দাগ নং ১০৮২ এর সরকারী সাড়ে ৩৭ একর জমি দখল করার চেষ্টার প্রতিবাদে ও ভূমিদস্যুদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চরাঞ্চলের ভূমিহীন পরিবারের সদস্যরা ।
১২ মে ( সোমবার) সুন্দরগঞ্জের চর ভাটি বুড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ভাটি বোচাগাড়ী চরের সরকারী জমি উদ্ধার পরিষদের নেতা মোঃ জুরান আলী৷ এসময় বক্তব্য রাখেন, মোঃ জবান আলী, মোঃ শাহজাহান আলী, মোঃ আক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সুরুজ্জামান ও তার সহযোগীরা সকলেই ভূমিদস্যু। তারা বিগত আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার দাপটে ও
ভূমি অফিসের ঘুষখোর কর্মকর্তাকে ম্যানেজ করে ভুয়া কাগজ তৈরি করে সরকারের ১ নং খাস খতিয়ার ভুক্ত জমি দখলের পায়তারা করতেছেন। যে জমিগুলোতে বর্তমানে সরকারী প্রাইমারী দুটি স্কুল, একটি মাদ্রাসা, দুটি মসজিদ, কবর স্থান, কমিউনিটি ক্লিনিকসহ দীর্ঘদিন থেকে অনেকগুলো ভূমিহীন পরিবার বসবাস করে আসছেন।
তারা আরো বলেন, যেখানে এসিল্যান্ড মহোদয় উক্ত জমিগুলো যাতে ব্যক্তি মালিকানায় রেকর্ড না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ করেছেন। তারপরেও উক্ত ভূমিদস্যুরা সরকারি জমি তাদের নামে রেকর্ডভুক্ত করার জন্য পায়তারা চালিয়ে আসছেন। তারা যে মামলার রায়সুত্রে তাদের নামে নামজারীসহ অন্যান্য কার্যক্রম করেছেন, যার মামলা নং ১১০৭/৭৭ নং, ১১০৪/৭৫ নং, ১১১৩/৭৮ নং, ১১০৪/৭৫
মামলাগুলো সম্পন্ন ভুয়া। যা তাদের সাথে সম্পৃক্ততা নেই।
অথচ এই মামলাগুলোকে পুঁজি করে তারা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা রংপুরের বরাবরে রেকর্ড সংশোধনের আবেদন করেন।
যার মিস কেস নং ৩৩২/২৪।
বক্তারা বলেন, আমরা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তাকে অনুরোধ জানাই, উক্ত ভুয়া মামলাগুলো পর্যালোচনা করে দায়ী ভূমিদস্যুদেকে আইনেও আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।