সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনাসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিভিন্ন দল থেকে দেড় শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান আত্রাইয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনে ভরবে কৃষকদের শূন্য গোলা সন্দ্বীপে ট্রাক দুর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর অভিযান চাটমোহের মুক্তিযোদ্ধার বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব; পাল্টাপাল্টি অভিযোগ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ জন সদস্যসহ ৮ জন গ্রেফতার : লুন্ঠিত মালামাল উদ্ধার

গাইবান্ধায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যা মামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
গাইবান্ধায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যা মামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার
গাইবান্ধায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যা মামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার


গাইবান্ধা এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা,মামলার আসামি অভিযান চালিয়ে একজন গ্রেফতার করা হয়। গত ২৫/০৪/২০২৫ তারিখে অজ্ঞাতনামা দুষ্কৃত কারীগণ ইজিবাইক চালক আনিছুর রহমান ওরফে ঠান্ডা মিয়া (৩৬) কে গুরুতর ভাবে ধারালো অস্ত্রের জখমে মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা জেলার সদর থানাধীন পিডিবি নেসকো-১ অফিসের সামনে ফেলে রেখে ইজি বাইকটি ছিনতাই করে চলে যায়।পড়ে আশেপাশের লোকজনের সহযোগিত গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্যে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে এফেক্ট করা হয়। অবস্থায় আনিছুর রহমান ওরফে ঠান্ডা মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরবর্তীতে আনিছুর রহমান ওরফে ঠান্ডা মিয়া স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা তাহের করেন , যার মামলা নম্বর ৩৩, তারিখ- ২৬/০৪/২০২৫।


এই বিষয়ে র‍্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প তদন্তে নামে এবং মামলার ঘটনায় জড়িত দেরকে শনাক্ত করতে সচেষ্ট হয়। এরই ফলশ্রুতিতে তথ্য প্রযুক্তির ব্যবহার, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আরিফ (২৫) গাইবান্ধা সদর থানা এলাকায় অবস্থান করছে বলে জানা যায়।

পরবর্তীতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গাইবান্ধা সদর থানাধীন পৌরপার্ক মার্কেট এলাকা থেকে আসামী মোঃ আরিফ মিয়া (২৫),গ্রেফতার করা হয়। তার পিতা- মৃত শাহজাহান ঘটক, স্থায়ী সাং- ডেভিড কোম্পানী পাড়া, থানা-গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা-কে আজ ২৭/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা ৬:২০ মিনিটে গ্রেফতার করে হয়।


উল্লেখ থাকে যে, আসামী মোঃ আরিফ মিয়া’র বিরুদ্ধে একাধিক দস্যুতা ও চুরির মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর