গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতার হামলায় বাদশা মিয়ার মৃত্যু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের বাদশা মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বুধবার বিকেলে এলাকাবাসী আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোকলেছুর রহমান মুকুল, সুন্দরগঞ্জ উপজেলা পৌর বিএনপির সদস্য সচিব, মোঃ উজ্জল মিয়া, আলী হায়দার মাষ্টার, মোজাম্মেল হোসেন।
এছাড়াও নিহত বাদশার পরিবারের লোকজন সহ এলাকার দেড় সহস্রাদিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বাদশা মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা।
তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ বিচারের দাবি জানান। মানববন্ধনের আগে মন্ডলেরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল হয়। এর আগে ১২ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড বিএনপির সদস্য বাদশা মিয়া আহত হয়। পরে রংপুরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল মঙ্গলবার ভোর মৃত্যুবরণ করেন।