ছাত্রদলনেতা সাম্য হত্যার বিচার চায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার বিকালে উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদরাসা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিকালে সরিষাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন সরিষাবাড়ী-তারাকান্দি সড়কে মানববন্ধনে মিলিত হয়। এতে উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ, মাদরাসা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার না পেলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়াও ঢাবি উপাচার্যর পদত্যাগ দাবি করেন ছাত্রদলনেতৃবৃন্দ।
উল্লেখ, ১৩ মে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে কুপিয়ে হত্যা করে। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।