শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

জাপানের বিপক্ষে নামবে ব্রাজিল, মুখোমুখি স্পেন-নেদারল্যান্ডস

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

কোস্টারিকায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে নিজ নিজ যোগ্যতায় ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে চারটি দল। ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল বৃহস্পতিবার জাপানের বিপক্ষে মাঠে নামবে ফেভারিট ব্রাজিল এবং স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের মেয়েরা।

সেমিফাইনালপর্বের দুটি ম্যাচটি অনুষ্ঠিত হবে সানজোসের স্ট্যাডিও ন্যাশনাল ডি কোস্টারিকা ফুটবল স্টেডিয়মে। স্পেন-নেদারল্যান্ডস মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ সময় রাত আট টায় মুখোমুখি হবে জাপান-ব্রাজিল।

গ্রুপপর্বে তিন ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেরা আটে জায়গা করে নিয়েছিলো স্পেনের মেয়েরা। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্যতে ড্র করার পর কোস্টারিকার জালে পাঁচটি ও অস্ট্রেলিয়ার জালে তিনটি গোল দেয় স্প্যানিশরা। কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচে মেক্সিকোকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে।

আর নেদারল্যান্ডস ‘বি’ গ্রুপে হয় রানারআপ। তিন ম্যাচে একটিতে হেরে তাদের সংগ্রহে ছিল ৬ পয়েন্ট। প্রথম ম্যাচেই হেরেছিলো জাপানের বিপক্ষে। এরপর যুক্তরাষ্ট্র ও ঘানাকে হারিয়ে উঠে যায় সেরা আটে। আর কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেরা চারের টিকিটি পায় ডাচরা।

এদিকে গ্রুপপর্বে তিন ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানারআপ হয়ে সেরা আটে জায়গা করে নেয় ব্রাজিল। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্যতে ড্র করার পর অস্ট্রেলিয়ার জালে দুটি ও কোস্টারিকার জালে পাঁচটি গোল দেয় ব্রাজিল। আর কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে।

অন্যদিকে জাপান ‘বি’ গ্রুপে হয় চ্যাম্পিয়ন। তিন ম্যাচের তিনটিতে জিতে তাদের সংগ্রহে ছিল সর্বোচ্চ ৯ পয়েন্ট। প্রথম ম্যাচেই জিতেছিলো জাপানের বিপক্ষে। এরপর যুক্তরাষ্ট্র ও ঘানাকে হারিয়ে উঠে যায় সেরা আটে। আর কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে ফ্রান্সকে ৫-৩ গোল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালপর্ব নিশ্চিত করে এশিয়ান অঞ্চলের অন্যতম শক্তিশালী দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর