জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রথমেই হিন্দুসহ অন্য ধর্মের নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখ করে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারী গাইবান্ধা-৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরে আমরাই অন্য ধর্মের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিয়েছি। আমরা ক্ষমতায় গেলে তাদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাদুল্লাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নে হিন্দুপাড়ায় দাওয়াতি গণসংযোগে পথসভায় এসব কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা মো.লোকমান হোসেন,
ভাতগ্রাম জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি প্রভাষক মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মো. মোশাররফ হোসেন, যুব বিভাগের সভাপতি মাসুদ মিয়াসহ ইউনিয়নের টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।