জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা লিগ্যালএইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মো. শহীদুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী, লিগ্যাল এইডের মো. আল মামুন, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, জেল সুপার আবুল কালাম আজাদ, জামালপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফজলুল হক, আইনজীবী ইউসুফ আলী প্রমুখ।
আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতি, জজ আদালতের জি.পি, পি.পি এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিবর্গ, মানবাধিকার কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।