ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় গ্রামে গৃহবধু রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি—‘হত্যা’

ঝিনাইদহের মহেশপুরে আয়েশা খাতুন (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের জানালার সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহত আয়েশা হুদাপাড়া কাঞ্চনপুর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং জিন্নাহনগর বাজার এলাকার বাসিন্দা রাসেল হোসেনের স্ত্রী। পাঁচ মাস আগে রাসেলের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
নিহতের পরিবার দাবি করছে, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। আয়েশার মা অভিযোগ করেন, “বিয়ের পর থেকেই মেয়েটার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। আমরা বহুবার সমাধানের চেষ্টা করেছি, কিন্তু রাসেলের পরিবার গুরুত্ব দেয়নি। আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে।”
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিকমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের হয়নি।