শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু লাউ গাছের সাথে এ কেমন শুত্রুতা, থামছেনা কৃষক দম্পতির আহাজারি আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তায় আগ্রহী জাইকা আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ মিয়ানমার থেকে ৩ শতাধিক মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন দেবহাটায় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারকে সম্মাননা, দোয়া ও পরিচিতি সভা

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।

ফ্যামিলি কার্ডধারীদের কাছে এসব পণ্য বিক্রি করবে সংস্থাটি। গতকাল বুধবার টিসিবির আঞ্চলিক কার্যালয় ঢাকার যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি করা হবে।

অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি ১০০ টাকা দরে এক কেজি করে খেজুর কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টিসিবির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার তথ্যও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, টিসিবি ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন তিনটি গুদামের মধ্যে ২৩০ তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত গুদামের ৯ নম্বর শেডে ৭ মার্চ রাত সাড়ে ১১টায় টিনের চালের পূর্ব পাশে ধোঁয়া দেখা যায়।

তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এসে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে টিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর