তাড়াশে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৩ইএপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ তাড়াশ – রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খাঁন জয়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ,স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান,তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাগুড়া বিনোদন ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম প্রমূখ।