তাড়াশে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে জোসনা খাতুন নামের (৪৭) নামের দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের ওসমান প্রামানিকের স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, মানুষিক হতাশায় থেকেই মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় দড়ি পেচিয়ে গৃহবধু আতœহত্যা করেন। এ সময় তার স্বামীর কাজের জন্য বাহিরে ছিলেন। পরে সেহরী খাওয়ার জন্য তার ছেলে উঠে ঘরের মধ্যে তার মায়ের গলায় দড়ি পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, খবর পেয়ে সকালে গিয়ে আমরা গৃহবধুর জোসনা খাতুনের ঝুলন্ত মরদেহ পেয়েছি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের বরাতে তিনি জানান, বেশ কিছুদিন যাবত ওই গৃহবধু মানুষিক অসুস্থ ছিলেন। এরই জন্য তিনি গলায় দড়ি পেচিয়ে আতহত্যা করেছেন।