তাড়াশে নয়াদিগন্তের দেড়যুগ পূর্তি উৎসব

সত্যের পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে নয়া দিগন্তের দেড় যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে।
২৯ অক্টোবর শনিবার সকালে নয়া দিগন্তের পাঠক ফোরামের সভাপতি ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রধান অতিথি বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, সহ সভাপতি আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধ প্রভাষক সাব্বির আহমেদ, সমকাল ও ৭১টিভির উপজেলা প্রতিনিধি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, দৈনিক করতোয়া সিনিয়র সাংবাদিক অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, মানবজমিন প্রতিনিধি অধ্যাপক শফিকুল হক বাবলু, আজকের পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি শামিউল হক শামীম, মানবজমিনের চলনবিল প্রতিনিধি এম এ মাজিদ,নয়া শতাব্দীর রেজাউল করিম ঝন্টু কালবেলার প্রতিনিধি হাদিউল হদয়, বিজয় টিভির আলহাজ আলী রনি, খোলা কাগজের আশরাফুল ইসলাম রনি সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
দৈনিক নয়াদিগন্তের দেড় যুগ পূর্তির শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সিরাজগঞ্জ জেলা পরিষদে ৫ ওয়ার্ডের নব নির্বাচিত সংসদ শরিফুল ইসলাম তাজফুল ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, মেহেদী হাসান ম্যাগনেট, ময়নুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল সহ আরো অনেকে।