দশ টাকায় আহার পেলেন সাড়ে ৪শত মানুষ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে মাত্র ১০ টাকায় খাবার পেয়েছেন দিনমজুর, পথচারী, যানবাহনের শ্রমিক, শিক্ষার্থী ও ভিক্ষুকসহ প্রায় সাড়ে চারশত মানুষ।
সোমবার (৫ই মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। মানবিক এই কার্যক্রমের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন “মানব সেবায় মি. ফান”। প্রবাসী, সংগঠনের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষের আর্থিক সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
খাবারের মেনুতে ছিল সাদা ভাত, মুরগির মাংস, ডাল এবং ফিল্টারকৃত খাবার পানি। স্বেচ্ছাসেবীদের একঝাঁক উদ্যমী দল সকাল থেকেই প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন।
অটোরিকশাচালক জাহাঙ্গীর মিয়া বলেন, “১০ টাকায় মাংস দিয়ে পেটভরে খাবার খেয়ে খুব ভালো লাগছে। আমি দোয়া করি, যেন এমন আয়োজন নিয়মিত হয়।”
পথচারী আমির হোসেন বলেন, “যারা এই আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।”
সংগঠনের সমন্বয়ক মাহবুব আলম শাকিল জানান,
“সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন দেখে আমরা উদ্বুদ্ধ হই। তাই মুরাদনগরের দরিদ্র, শ্রমিক, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের জন্য এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “১০ টাকা নেওয়ার উদ্দেশ্য কেউ যেন মনে না করে সে দান খাচ্ছে। আমরা বলতে চেয়েছি— ‘এখানে খাবার খেয়ে যাবেন, টাকা নিয়ে ভাববেন না। যা ইচ্ছা তাই দিবেন, না দিলেও সমস্যা নাই।’”
এই আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম চালানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকেরা।