তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক রয়েছেন। এই অবস্থায় গত ২৯ মার্চ এ দুই আসামির পক্ষে মামলার শুনানিতে অংশ নিতে আইনজীবী নিয়োগের আবেদন করেছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আসামিরা পলাতক থাকায় গতকাল আবেদনটি নামঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ৯ এপ্রিল আদালতে এ বিষয়ে শুনানি হয়েছিল।
শিরোনাম
দুর্নীতির মামলায় তারেক-জোবাইদার বিচার শুরু

চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক ও জোবাইদাকে ‘পলাতক’ ঘোষণা করে চার কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা আলাদা রিট আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এ মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট। এ ছাড়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এ রায় পাওয়ার ১০ দিনের মধ্যে মামলার রেকর্ড ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠাতে বলা হয়।
ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর