দেবহাটার রুপসী ম্যানগ্রোভে হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হকের পরিদর্শন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ মাহমুদুল হক সোমবার দুপুরে সাতক্ষীরা তথা দেবহাটার নান্দনিক পিকনিক স্পট রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করেছেন। সোমবার দুপুর ১২টায় মাননীয় বিচারপতি মাহমুদুল হক নলতার পাক রওজা শরীফ পরিদর্শন করে দুপুর ১টা ২০ মিনিটে দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনের জন্য আসেন। এসময় মাননীয় বিচারপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নাসিরুদ্দিন ফারাজী, সাতক্ষীরার সহকারী জর্জ হাসানুল বান্না, হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মিসেস শামসুন্নাহারসহ প্রমুখ। মাননীয় বিচারপতি মাহমুদুল হক দেবহাটায় আসলে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া মাননীয় বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রায়হান কবীর, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সাংবাদিক সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মাননীয় বিচারপতিকে দেবহাটা রুপসী ম্যানগ্রোভের স্পট ঘুরিয়ে দেখান। পরে দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবির বটতলা পরিদর্শন করেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা দেবহাটার ইতিহাস ঐতিহ্য বিষয়ে মাননীয় বিচারপতিকে অবহিত করেন। মাননীয় বিচারপতি মাহমুদুল হক দেবহাটার ইতিহাস বিষয়ে অবহিত হয়ে এবং এই বিনোদন কেন্দ্রগুলি দেখে তিনি বিমোহিত হন। আগামীতে আবারো আসবেন বলে তিনি জানান।