শিরোনাম
দেশে মামলা নিষ্পত্তির হার বেড়েছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বর্তমানে মামলা জট কমিয়ে আনা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। আজ মঙ্গলবার সাতক্ষীরা আদালতে ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরা সরকারি কলেজে তার সম্মানে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন প্রধান বিচারপতি। এ সময় তিনি আদালতের ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন এবং তার স্মৃতিময় স্থানগুলো ঘুরে দেখেন। পরে সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান বিচারপ্রতি ১৯৭৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। প্রধান বিচারপতির কলেজে আগমণে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পরে এটাই তার প্রথম সাতক্ষীরা সফর।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর