ছবিঃ দোহার কৃষি জমি
শিরোনাম
দোহার নবাবগঞ্জে ধানের বাম্পার ফলন- ফসল ঘরে তুলতে ব্যাস্ত কৃষক

আজ ০৫ মে দোহার নবাবগঞ্জে এ বছরে ধানের বাম্পার ফলন হয়েছে। মহা-আনন্দে চলছে ধান কাটার ধূম। তিন চার মাস জমিতে অক্লান্ত পরিশ্রম করার পর ধানের ফলন দেখে কৃষকের মুখে ফুটেছে হাসি।ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই ভালোভাবে ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষক।
এলাকার কৃষক জনাব মো আলী আকবর মোড়ল বলেন গত দুই তিন বছরের তুলনায় এবার ধানের ফলন হয়েছে দিগুণ। ফরিদপুর থেকে আসা ধান কাটার শ্রমিক বলেন আলহামদুলিল্লাহ ধানের ফলন অনেক ভালো হয়েছে। আমরা দশ পনের দিন হলো ধান কাটছি। অনেক ভালো লাগছে। মো এরশাদুল ইসলাম বলেন আলহামদুলিল্লাহ ধানের ফলন অনেক ভালো হয়েছে। আমরা অনেক খুশী। এ এলাকায় ধান কাটার জন্য বিভিন্ন অঞ্চল থেকে ধান কাটার শ্রমিক আসছে ধান কাটতে। উত্তর বঙ্গের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা এবং পাবনা, নাটোর, রাজশাহী থেকেও প্রতি বছর ধান কাটতে আসেন শ্রমিক।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর