বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজায় উকি দিয়ে পিটারের ধাক্কায় এক যাত্রী নিহত নওগাঁয় ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।


সভায় নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এসময় বক্তারা বাজার দর নিয়ন্ত্রন, খাদ্য পণ্যের উৎপাদনের কারখানা সমূহে তদারকি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় ও নওগাঁ জেলা ক্যাবের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহমেদ ও বিভিন্নজন বক্তব্য প্রদান করেন।


এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নওগাঁ প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শফিক ছোটন, বাসদ নেতা জয়নুল আবেদিন মুকুল, সমাজকর্মী নাইস পারভীনসহ ব্যবসায়ী, ভোক্তা, সাংস্কৃতিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ছাত্র প্রতিনিধিরা।


বক্তারা বলেন, শুধু ভোক্তা অধিদপ্তর সব সময় বাজার তদারকি বা জরিমানা করলেই হবে না বরং ভোক্তাদেরকেও সব সময় সচেতন থাকতে হবে। কোন পণ্যের দাম, মান ও ওজনে অসামঞ্জস্য থাকলে রশিদসহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হবে।


এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বেশি সচেতন থাকতে হবে কৃষকদের। যেখানে থেকে শাক-সবজি বা খাদ্য শস্য বাজারজাত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর