নাটোরে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: আমজাদ সরদার (৬০) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়ী গ্রামের মৃত হাকিম সরদারের পুত্র।
শনিবার (১১ মে ২০২৫) রাত ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসাদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বলেন, সরকারি অনুমোদন ব্যতিরেকে নদী বা জলাশয় থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পরিবেশ সুরক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
অভিযান পরিচালনায় সার্বিক তত্ত্বাবধান করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তালবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল বলে এলাকাবাসী অভিযোগ করে আসছিল। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন।