নাটোরে দুলু ও ছবিকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ২০০৮ সাল ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকে নাটোর সদরের প্রার্থী দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে কটুক্তি ও ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নাটোরে বৃহস্পতিবারে তিনটি আলাদা স্থানে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নেতাকর্মীরা লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দরাপপুর বাজার থেকে ঝাড়ু মিছিলটি বের করেপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি কাবিল হোসেন কাঙ্গাল,কৃষক দলের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তেবেড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারন সম্পাদক মাসুদ আকন্দ, জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন,সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম,বড় হরিশপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাতাব আলী বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রশিদ চঞ্চল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একই দিন বিকেলে৷ হরিশপুর ইউনিয়নের শঙ্করভাগ ও তেবেড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।