নালিতাবাড়ীতে সহায়-দম্পতির পাশে ‘ইনসাফ’ ঘর নির্মাণের জন্য জমি চেয়ে সরকারের দ্বারস্থ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর বাইপাসের পাশে খোলা আকাশের নিচে বেড়ার তৈরি একটি জীর্ণ অস্থায়ী ঘরে মানবেতর জীবনযাপন করছেন নবিরন ও সোরাব আলি নামের এক অসহায় দম্পতি। জীবনের কঠিন বাস্তবতায় সবকিছু হারিয়ে এই প্রবীণ দম্পতি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
তবে, এই অসহায় দম্পতির দুর্দশায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় মানব কল্যাণ সংস্থা ‘ইনসাফ’। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী জানিয়েছেন, ‘ইনসাফ’-এর পক্ষ থেকে নবিরন ও সোরাব আলির জন্য একটি স্থায়ী ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কিন্তু এই মহৎ উদ্যোগে আপাতত একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জমির অভাব। ‘ইনসাফ’ কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব জমি না থাকায় তারা এই মুহূর্তে ঘর নির্মাণ কাজ শুরু করতে পারছেন না। এমতাবস্থায়, সংস্থাটি সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছে। যদি সামান্য পরিমাণ খাস জমি বরাদ্দ করা হয়, তবে ‘ইনসাফ’ দ্রুততম সময়ের মধ্যে অসহায় দম্পতির জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে দিতে প্রস্তুত।
এদিকে, সহায়-সম্বলহীন নবিরন ও সোরাব আলি বাঁচার শেষ আশা নিয়ে সরকারের কাছে আকুল মিনতি জানিয়েছেন। তারা চান, সরকার যেন তাদের জন্য একখণ্ড খাস জমি বরাদ্দ করে এবং একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। তীব্র শীত ও গ্রীষ্মের কষ্ট সহ্য করতে না পারা এই অসহায় দম্পতি এখন একটি স্থায়ী ঠিকানা ও একটু শান্তিতে ঘুমানোর স্বপ্ন দেখছেন।