বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীর পাঁচ তারা সহ বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, ঝুঁকিতে বসতভিটা ও স্থাপনা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে দীঘিনালার পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে বুদ্ধ পূজা ও দান কার্যক্রম অনুষ্ঠিত গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আত্রাইয়ে হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম চলছে গাইবান্ধায় চরাঞ্চলে ভূমিদস্যুদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন এনবিআর ও আইআরডি ভেঙ্গে দুটি বিভাগ, অধ্যাদেশ জারি বড় সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দৃষ্টি লিটনের শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে ট্রাম্প পরিবারের বিটকয়েন প্রকল্প চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার প্রধান হিসেবে এ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

নাসিরনগরে পারিবারিক বিরোধে তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
নাসিরনগরে পারিবারিক বিরোধে তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
নাসিরনগরে পারিবারিক বিরোধে তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে পারিবারিক বিরোধের জেরে সোলেমান সরকার (২৮) নামের এক তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শ্রীঘর চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোলেমান সরকার একই উপজেলার তাউছ মিয়ার ছেলে।

সোলেমানের পিতা তাউছ মিয়া জানান, তার ছোট ছেলে সোলেমান ও বড় ছেলে মোস্তাক মিয়ার স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। এ ঘটনা মোস্তাকের শ্বশুরবাড়ির লোকজন জানতে পারলে, সোলেমান শ্রীঘর চকবাজারে আসার সঙ্গে সঙ্গেই এমরান মিয়া, ফজু মিয়া, আসাদ মিয়া, ফরিদ মিয়া ও হাসান মিয়াসহ আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে এমরান মিয়া ধারালো অস্ত্র দিয়ে সোলেমানের বাম পায়ে কোপ মারেন, এতে তার রগ কেটে যায় এবং সে মারাত্মকভাবে আহত হয়।

আহত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, তার বাম পায়ে গুরুতর জখম রয়েছে এবং মুখ, পিঠ ও মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর