নাসিরনগরে পারিবারিক বিরোধে তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে পারিবারিক বিরোধের জেরে সোলেমান সরকার (২৮) নামের এক তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শ্রীঘর চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোলেমান সরকার একই উপজেলার তাউছ মিয়ার ছেলে।
সোলেমানের পিতা তাউছ মিয়া জানান, তার ছোট ছেলে সোলেমান ও বড় ছেলে মোস্তাক মিয়ার স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। এ ঘটনা মোস্তাকের শ্বশুরবাড়ির লোকজন জানতে পারলে, সোলেমান শ্রীঘর চকবাজারে আসার সঙ্গে সঙ্গেই এমরান মিয়া, ফজু মিয়া, আসাদ মিয়া, ফরিদ মিয়া ও হাসান মিয়াসহ আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে এমরান মিয়া ধারালো অস্ত্র দিয়ে সোলেমানের বাম পায়ে কোপ মারেন, এতে তার রগ কেটে যায় এবং সে মারাত্মকভাবে আহত হয়।
আহত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, তার বাম পায়ে গুরুতর জখম রয়েছে এবং মুখ, পিঠ ও মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।