পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলোয়ার হোসেন প্রধানে’র অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলোয়ার হোসেন প্রধানে’র অধ্যক্ষ হিসেবে প্রদায়ন,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০ টায় পঞ্চগড় সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা গুড়ি গুড়ি বৃস্টি উপেক্ষা করে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।
এসময় শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোষর দেলোয়ার হোসেন প্রধান এর আগে তিনি মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যক্ষ থাকা কালিন সময়ে বিভিন্ন অনিয়ম করায় তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলী করা হয়।
হঠাৎ করে তাকে পঞ্চগড় সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় আমরা এই অনিয়ম কারি অধ্যক্ষের প্রত্যাহার করার দাবী জানাই।
দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।