পরশুরামের খন্ডল বাজারের ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পরশুরামের বক্সমাহমুদের উত্তর টেটশ্বরে বাড়ির সামনে কলাগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দু’পক্ষের সংঘর্ষে নিহত মোহাম্মদ উল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন উত্তর টেটেশ্বর গ্রামের মানুষ।
বুধবার সকাল (১৪ মে) বেলা ১১ টায় উপজেলা গেইট সংলগ্ন মেইন সড়কের পূর্ব পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা দোষীদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন খন্ডল বাজার ব্যবসায়ী মো এছাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার,নিহতের ভাই আবদুর রহিমসহ স্থানীয়রা।
গত ৫ মে সকাল মোহাম্মদ উল্লাহ বাড়ির সামনে কলাগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ উল্লাহ নামে একজন কে দা,বটি,লাটি দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। আহত মোহাম্মদ উল্লাহকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে করালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ একজন কে ছাড়া কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। এই নিয়ে চাপা ক্ষোভ দেখা দিয়েছে পরিবার ও স্থানীয়দের মাঝে। বাদশা,শুক্কুর আলী,দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আলী হোসেনসহ আসামীদের গ্রেফতারে মানববন্ধন থেকে দাবি জানানো হয়।