পরশুরামে পিএফজি’র অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন সভা

পরশুরামে বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উদ্যোগে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সুজন-সুশানের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুলের সভাপতিত্বে সভায় রাজনীতিবিদ,শিক্ষক, সাংবাদিক,ইমাম, পুরোহিত, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর সৈয়দ নাছির উদ্দিন ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
পিএফজি’র উপজেলা কো-অর্ডিনেটর ও পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন মজুমদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম চৌধুরী সিরাজ, উপজেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির সভাপতি স্বপন কান্তি সাহা, নারী উদ্যোক্তা জোহরা আক্তার রুমা,পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন,প্রেস ক্লাবের নির্বাহী সদস্য গাজী মাসুদ রানা প্রমুখ।
সভায় আ্যম্বাসেডর নির্বাচন, সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সমাবেশসহ সমাজের অসঙ্গতি দূরীকরণে কাজ করতে সিদ্ধান্ত নেয়া হয়।