পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ দিদারকে ঘর তৈরিতে উপজেলা প্রশাসনের সহায়তা

পরশুরামের চিথলিয়া ইউনিয়নের রামপুর গ্রামের রাজমেস্তরি দিদার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের পর তাকে ঘর তৈরিতে অর্থ সহায়তা ও টিন দিয়েছে উপজেলা প্রশাস
ভয়াবহ বন্যায় ঘর হারিয়েছিলেন পরশুরামের দিদার হোসেন। গত ৯ মে দিদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিকরা। সেখানে দিদার,তার স্ত্রী ও সন্তানের মাথাগোঁজার ঠাঁই হিসেবে সরকারি বা বেসরকারিভাবে একটি ঘর করে দেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য দেন।
মাথাগোঁজার ঠাই হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন। রাজমিস্ত্রীর যোগালির কাজ করে যা আয় হয় সংসার চালিয়ে হাতে বাড়তি টাকা পয়সা থাকে না।
এরপর পরই পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান দিদারের বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা প্রদান করে ঘর তৈরিতে সহায়তা করার আশ্বাস দেন।
বুধবার(১৪মে) সকালে দিদার হোসেনকে পিআইও অফিস থেকে ৫ বান টিন ও ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
দিদার হোসেন বলেন, ‘বন্যার ঘর ধ্বংস হয়ে গেছে। ঘর করার মতো সামর্থ্য আমার নেই। সরকার থেকে ঘর তৈরির জন্য টিন ও টাকা দিয়েছে। এখন মোটামুটি একটি ঘর তৈরি করতে পারব।