সোমবার, ২৬ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পরশুরামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় দুই বোনকে গরু উপহার দিলেন রফিকুল আলম মজনু ভূমিদস্যু চক্রের কবলে ঈদগাঁও: একাধিক মামলার আসামি জাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাঙ্গুনিয়ার দুই থানায় ৯ মাসে ৯ ওসির বদলি সন্দ্বীপে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু। মাদারীপুর জেলা পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত পঞ্চগড়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন গুরুদাসপুরে পিপলা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের নতুন কমিটি গঠন হবিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুরু আত্রাইয়ে তিন দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করেন ইউএনও কামাল হোসেন

পলাশবাড়ীতে টিসিবির পণ্যবাহী দুই অটো আটক, জনতার হাতে ধরা পড়ল এক অটো চালক।

মোঃ শুভ ইসলাম গাইবান্ধা সদর প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : রবিবার, ২৫ মে, ২০২৫
পলাশবাড়ীতে টিসিবির পণ্যবাহী দুই অটো আটক, জনতার হাতে ধরা পড়ল এক অটো চালক।
পলাশবাড়ীতে টিসিবির পণ্যবাহী দুই অটো আটক, জনতার হাতে ধরা পড়ল এক অটো চালক।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের হাট এলাকায় টিসিবির পণ্য বহনকারী দুইটি অটো রিকশা সহ এক অটো চালককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৌরভ বলে প্রাথমিক ভাবে জানাগেছে। এসময় টিসিবির পণ্য বহনকারী দুইটি অটো রিকশা আটক করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি টিসিবির পণ্য বিতরণের নামে দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ মানুষের হক নষ্ট করে আসছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টিসিবির পণ্যবাহী অটো রিকশাগুলো আটক করে জনতা প্রশাসনকে খবর দেয়। প্রশাসন টিসিবি পন্য গুলো আটক করে।


নাম প্রকাশ না করার শর্তে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আটককৃত টিসিবির পণ্য গূলোর ডিলার “মনি ট্রেডার্স”বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলের যোগসাজসে বিক্রয়ের জন্য তুলসীঘাট বাজারে নিয়ে যাচ্ছিলো। কিন্তু অটো চালক সৌরভ দাবী করছে, সে পন্য গুলো ভোক্তাদের নিকট থেকে ক্রয় করেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাদের দাবি, সরকার ঘোষিত স্বল্পমূল্যের টিসিবির পণ্য সাধারণ মানুষের মাঝে সঠিকভাবে বিতরণের পরিবর্তে প্রভাবশালী একটি চক্র তা লুটপাট করছে।


অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্রো মালামাল জব্দের কথা নিশ্চিত করেন,তবে সিজার লিষ্ট না হওয়ায় পরিমান জানাতে পারেনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা না হওয়ায় অটো চালক সৌরভকে গ্রেফতার দেখানো হবে কিনা নিশ্চিত করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর