প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৮ অক্টোবর ২০২২ ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা,দৈনিক আলোকিত সকাল,ভোরের কাগজ,সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “সলঙ্গায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল নিজেই” শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। মূল ঘটনা হলো চকবরু গ্রামের খোকনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। গত ৩অক্টোবর বিকেলে গ্রামে বসে মিমাংসা হয়। ৭ অক্টোবর ২০২২ ইং তারিখে বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলে রাস্তার মধ্যে পুর্বশত্রæতার জেরে খোকন আমার ব্যবহৃত মোটরসাইকেল গতিরোধ করে আমাকে মারপিটসহ আমার কাছে নগদ ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং আমার মোটরসাইকেলটির তেলের লাইন খুলে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আসল ঘটনা আড়াল করে সাংবাদিকদের ভুলতথ্য দিয়ে মিথ্যা সংবাদটি পরিবেশন করিয়াছে। সংবাদটি বানোয়াট,মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। সমাজের একটি কুচক্রীমহল আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন ও সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংবাদ কর্মীকে ভুল তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করিয়াছেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মঞ্জুরুল মওলা মজনু।
পিতা: আলহাজ্ব মৃত জহির উদ্দিন প্রামাানিক।
গ্রাম: চকবরু,থানা সলঙ্গা,
জেলা: সিরাজগঞ্জ।