বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজায় উকি দিয়ে পিটারের ধাক্কায় এক যাত্রী নিহত নওগাঁয় ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু , বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


“ দ্বন্ধে কোনো আনন্দ নাই ,আপস করো ভাই , লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়।
এ সময় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজউদ্দিন ইকবাল,অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব ,অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালামসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা,আইনজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,আর্থিকভাবে অসচ্ছল,অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এই সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা প্রদান করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয় ,আর প্রতিবছর ২৮এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর