বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মোলন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন ।
৭ ই মে বুধবার দুপুর ১২টায় পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই অভিযোগ করেন।
তাঁদের দাবি , আবদুল কাইয়ুম স্থানীয় বিএনপি নেতাদের না জানিয়ে বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের সঙ্গে পথসভা করেছেন।
জাহিদুল ইসলাম পিন্স বলেন, গত ৫ মে আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিষ্কৃত নেতা আবদুর রউফ তালুকদার ও আওয়ামী লীগের দোসরদের সঙ্গে পথসভা করেছেন।” তিনি আরও বলেন, “আমরা তাঁকে বিএনপি অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি না এসে বিতর্কিতদের সঙ্গে পথসভায় করেন ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানু সওদাগর, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে অভিযোগের জবাবে আবদুল কাইয়ুম বলেন, বকশীগঞ্জ আমার জন্মস্থান। আমি এসেছি বিএনপিকে ঐক্যবদ্ধ করতে। দলকে কোনো মতেই আওয়ামী দোসরদের হাতে তুলে দেওয়া যাবে না। বিএনপির নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি চলবে না এই বকশীগঞ্জে।”