বিজয়নগরে সাংবাদিক পরিচয়েটাকা দাবি, গ্রেপ্তার যুবক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবির ঘটনায় মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সিঙ্গারবিল থেকে তাকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া মোস্তফা মোহাম্মদ সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের প্রয়াত মো, ইসমাঈল হোসেনের ছেলে। তবে মোস্তফা সজল পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় বসবাস করেন।
পুলিশ ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা জানান, একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালিত হয়। দুই-তিনদিন যাবত টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তুলে টাকা দাবি করে মোস্তফা মোহাম্মদ সজল নামে ওই যুবক। ১০ হাজার টাকা দাবি করলে চালকরা অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে সজল সংবাদ প্রকাশের হুমকি দেয়। শনিবার দুপুরে মোটরসাইকেল যোগে এসে সে আবার টাকার দাবি করে। এক পর্যায়ে সে কোন টিভিতে কাজ করে জানতে চাওয়া হয়। এ সময় সজল অংসলগ্ন কথা বললে আটকে রাখা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে সজলকে গ্রেপ্তার দেখানো হয়।