বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজায় উকি দিয়ে পিটারের ধাক্কায় এক যাত্রী নিহত নওগাঁয় ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপারে ঐতিহ্যের বান্নি

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপারে ঐতিহ্যের বান্নি
ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপারে ঐতিহ্যের বান্নি

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় তিতাস নদের পাড়ে গঙ্গাস্নান উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী বান্নি মেলা। সোমবার সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে শুরু হয় এ আয়োজন। স্থানীয় ভাষায় ‘বান্নি’ নামে পরিচিত এ মেলাকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবছরও জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে তিতাসপাড়ে।

মেলায় নারু, তিল্লাই, বাতাসা, কদমা, জাম মিষ্টি, মন্ডা-মিঠাই, গুড়ের জিলাপি সহ নানা ধরনের দেশীয় খাবারের পসরা বসেছে। পাশাপাশি রয়েছে মাটির তৈরির খেলনা ও তৈজসপত্রের তিন শতাধিক দোকান।

সকালে বৃষ্টির কারণে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জমে ওঠে মেলা। গঙ্গাস্নানে অংশ নিতে আসা সঞ্চিতা রানী বর্মণ জানান, নিজের অজানা-জানা পাপ মোচনের উদ্দেশ্যে গঙ্গাস্নান করেছেন এবং স্নান শেষে গঙ্গা মায়ের কাছে পরিবার ও দেশের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছেন।

মোহন লাল দাস বলেন, “গঙ্গার পবিত্র জলে স্নান করলে রোগ-শোক দূর হয় এবং তর্পণের মাধ্যমে পূর্বপুরুষের মুক্তি লাভ হয়—এই বিশ্বাস থেকেই স্নান করেছি। ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করেছি।”

মেলায় মাটির খেলনা নিয়ে আসা ব্যবসায়ী পবিত্র মোহন পাল জানান, প্রতি বছর এই মেলার জন্য অপেক্ষা করেন। এ বছরও তিনি মেলায় এসেছেন এবং ক্রেতাদের উপস্থিতি ভালো হওয়ায় বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানান।

খাবারের দোকানদার ফরিদ হোসেন জানান, সকালে বৃষ্টির কারণে ক্রেতা কিছুটা কম ছিল, তবে দুপুরের পর থেকে মেলায় ক্রেতাদের ভিড় বেড়েছে।

মেলা সংশ্লিষ্টরা জানান, ঐতিহ্যবাহী এই বান্নি মেলা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর