সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় ৩০ লাখ ইউরো দেবে ইইউ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন এ ঘোষণা দেন।

এ সময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলভা ইয়োহানসন ঢাকার গুলশানে ইইউ দূতাবাস ভবনে এক অনুষ্ঠানে ৩ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেন।

রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে ইলভা ইয়োহানসন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সমর্থনে আমি মুগ্ধ।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর