মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

মহেশপুর (৫৮ বিজিবি) ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ভারতীয় মদ, যৌন উত্তেজক ওষুধ এবং ভারতীয় আমসহ একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা না গেলেও চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৯ মে) দুপুর ১২টা ৪০ মিনিটে উথুলী বিওপি এলাকার সন্তোষপুর কবরস্থানের পাশের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১.১৯১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. শহর আলী।
এর আগে রোববার (১৮ মে) বিকেল ৫টার দিকে রাজাপুর বিওপি এলাকার মানিকপুর গ্রামের একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেন।
একই দিনে রাত ১১টা ৪০ মিনিটে সিংনগর গ্রামের একটি মাঠ থেকে আরও ১৩ বোতল ভারতীয় মদ এবং ৪০০টি যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এ অভিযানও পরিচালনা করেন হাবিলদার মো. শহর আলী।
সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে নতুনপাড়া বিওপি এলাকার নতুনপাড়া গ্রামে মো. মাইনুল হোসেনের আম বাগানে অভিযান চালিয়ে ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদ।
মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।