মাদারীপুরে জেলা বিএনপি আইনজীবী ফোরামের সাথে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে মাদারীপুর জেলা আইনজীবী ফোরামের (বার ইউনিটে) সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মাদারীপুর জেলা আইনজীবী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা শাখার সভাপতি এ্যাডঃ এমারত হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলজার আহমেদ চিশতীর সঞ্চালনায় এসয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল ও উক্ত সংগঠনের কেন্দ্রীয় নেতা কোষাধ্যক্ষ এ্যাডঃ এ,এস,এম মোক্তার কবির খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সহ-সভাপতি এ্যাডঃ গোলাম মোহাম্মদ আলাল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ রোকনউদ্দিন মিয়া, সহ-সাংগঠিনিক সম্পাদক এ্যাডঃ ইউনুস আলী রবি। মাদারীপুর জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন বর্তমান সভাপতি এমারত হোসেন খান, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ চিশতী, সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ শরীফ মোঃ সাইফুল কবীর, সহ-সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুর রহমান চুন্নু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাডঃ জামিনুর রহমান মিঠু সহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, পতিত স্বৈরীচারী খুনী ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের তোপে স্ব-দলবলে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের সুবিধাভোগী দোসররা কিন্তু বেশীরভাগই এদেশে রয়ে গেছে। দূর্ণীতি-লুটপাটের মাধ্যমে তারা যে অর্থ কামিয়েছে তার বৃহৎ অংশ দেশ থেকে বিভিন্ন দেশে তারা পাচার করলেও আরেকটি বিরাট অংশ এদেশেই তাদের দোসরদের কাছে রয়েছে এখনো এবং যা দিয়ে তারা কাউকে-কাউকে কিনে নিতে অত্যন্ত তৎপর রয়েছে, যা’তে এদেশে তারা ঐ টাকার জোরে বিশৃঙ্খলা বাঁধিয়ে ফায়দা লটুতে এবং তাদের কুমতলব হাসিল করতে পারে। তারা স্বপ্ন দেখছে এদেশে তারা আবার জায়গা করে নিবে। কিন্তু সে আশা তাদের আর পূরণ হবে না, কেননা সীমাহীণ দূর্ণীতি, লুটপাট, হাজার-হাজার মানুষ গুম, খুন-জখম করা, ক্ষমতায় টিকে থাকতে বিদেশী প্রভুদের গোলামী করা, এদেশকে পার্শ্ববর্তী দেশের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করা, গনতন্ত্র হত্যা, ভোটচুরি, ইত্যাদি ফ্যাসিজমের কারণে মানুষ আজ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঘৃণায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের জুলুমের মাত্রা এতই বেশী ছিলো যে, সারাদেশ সহ মাদারীপুরের সাধারণ মানুষও মুখ খুলতে ভয় পেতো। তারপরেও দেখা গেছে জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা ৪/৫ আগষ্ট সহ মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলো যেটা আমরা বিভিন্নসূত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকার খবরে দেখেছি। আওমীলীগের অত্যাচারে আইনজীবীরাও মামলা-হামলার থেকে রেহাই পেতো না। মামলার ভারে তাদের প্রায়ই হাইকোর্টে যেতে হতো, নিজের ঘর, স্ত্রী-সন্তান রেখে পালিয়ে বেড়াতে হতো অন্য জায়গায়। এছাড়া বক্তারা আরো বলেন, দেশে আজ স্বৈরাচারী ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার গুন্ডা আওয়ামীলীগ বাহিনীর অনেকে না থাকলেও আমাদের সেজন্য নাকে তেল দিয়ে ঘুমানো যাবে না। বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার দেখানো পথে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আমাদের আগামীর আন্দোলন সংগ্রাম ও জনগনের সেবায় মাঠে- রাজপথে সক্রিয় থাকতে হবে। নতুন যারা উকিল হয়ে আইনপেশায় আসছে সেসব তারুণ্যনির্ভর আইনজীবীদের জাতীয়তাবাদের চেতনায় উজ্জ্বীবীত করে এবং যারা এতদিন নিস্ক্রিয় ছিলো যে কোনো কারণে অথবা ভয়ে- তাদের আইনজীবী ফোরামের পতাকাতলে নিয়ে আসতে হবে, শক্তি বাড়াতে হবে, যা’তে যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া যায়। তবে খেয়াল রাখতে হবে একটা আওয়ামীলীগের নেতা-কর্মীর যেনো দলে ঠাঁই না হয়। মাদারীপুর জেলার বর্তমান কমিটির মেয়াদ দীর্ঘদিন হয়ে যাওয়ায় আলোচনা সভা থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলার একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি অথবা আহবায়ক কমিটির প্রস্তাব করেন বক্তাদের অনেকেই। পরিশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শরীয়তপুর জেলার আরেকটি কর্মসূচীতে অংশগ্রহনের উদ্দেশ্যে রওনা হয়ে যান।