মাদারীপুরে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন পালিত

মাদারীপুরে ৪ দফা দাবিতে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি- মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করেছেন স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের পুরান বাজার প্রধান সড়কে মেলবোর্ন প্লাজার সামনে উক্ত সমিতির মাদারীপুরের প্রতিনিধি ও সদস্যরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়াসহ প্রতিস্থাপন করতে হবে এবং সেই সাথে সব ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। এ সংক্রান্ত দাবি আদায় না হলে তারা দেশব্যাপি সকল ব্যবসায়ীদের নিয়ে কঠোর আন্দোলন হুশিয়ারী ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট ব্যবসায়ী আ রহমান শামীম, ইভা ফার্মেসীর আবু সালেহ মো: ইয়ামীন খান (শামীম), তুষার ফার্মেসীর স্বত্বাধিকারী মাইনুল হাসান সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন দাস ফার্মেসীর স্বত্বাধিকারী ও উক্ত সংগঠনের নেতা তাপস দাস,গোলাম নাঈম ফারুকী, মেসার্স আল হাকিম ফার্মেসীর স্বত্বাধিকারী প্রিন্স মাহমুদ সবুজ সহ জেলার প্রায় ১০০টি ফার্মেসির স্বত্বাধিকারীগণ।