মুরাদনগরে প্রশাসনের অনুমতি না থাকায় উদ্বোধনের আগেই বন্ধ হয়ে গেল শিশু-কিশোর আনন্দমেলা

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া শিশু-কিশোরদের জন্য আয়োজিত একটি আনন্দমেলা উদ্বোধনের আগেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার (১৪ মে) দুপুরে অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
জানা গেছে, উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় স্থানীয়দের উদ্যোগে ১৫ দিনের জন্য এই শিশু-কিশোর আনন্দমেলার আয়োজন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার (১৫ মে)। তবে আয়োজকরা উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নেওয়ায়, উদ্বোধনের আগেই মেলাটি বন্ধ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বাখরাবাদ এলাকার বাসিন্দা সোহেল মিয়া বলেন, “গত বছরও একই স্থানে মেলা হয়েছিল। তবে এবার প্রশাসনের অনুমতি না থাকায় মেলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে শুনেছি।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া জনসমাগম সৃষ্টি করে মেলা বসানো ঠিক নয়। সরকারি অনুমতি না থাকায় আমরা মেলার কার্যক্রম বন্ধ করে দিয়েছি। কেউ যদি ভবিষ্যতে এমন আয়োজন করতে চায়, তাকে অবশ্যই প্রশাসনের লিখিত অনুমতি নিতে হবে।”
তিনি আরও জানান, জননিরাপত্তা, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুমতি ছাড়া কোনো আয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।