মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ ৪ ইয়াবা কারবারি পুলিশের হাতে ধরা

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ ৪ ইয়াবা কারবারি পুলিশের হাতে ধরা
রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ ৪ ইয়াবা কারবারি পুলিশের হাতে ধরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইয়াবা বিক্রয়কালে ১০৩ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি লাল রঙ্গের ইয়ামাহা পেজার মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে রাঙ্গুনিয়া থানার এসআই উত্তম কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা বেচা-কেনার সময় ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রঘোনা ৩নং ওয়ার্ড সৈয়দুল হক চেয়ারম্যান বাড়ি’র আব্দুল মোতালেব’র ছেলে মো. সাব্বির হোসেন সাদেক (৩০), ৪নং ওয়ার্ড আধুরপাড়া’র মৃত ফজল আহমদের ছেলে জামাল উদ্দিন(৩৪), হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর বাদশা মাঝির ঘোড়া এলাকার আব্দুল হোসেনের ছেলে মো. তৌহিদ (৩৫) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. সেলিম (৪২)।

জানা যায়, ইয়াবা কারবারি তৌহিদ ও সেলিমের কাছ থেকে ইয়াবা ক্রয়ের জন্য সাব্বির ও জামাল উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউপির সৈয়দুল হক চেয়ারম্যান গোট্টা ব্রিজের উপর গেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে ওতপেতে থাকা রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ১০৩ পিস ইয়াবা সহ ৪ জনকে হাতেনাতে আটক করেন। এসময় একটি লাল রঙ্গের ইয়ামাহা পেজার মোটর সাইকেলও জব্দ করে থানায় নিয়ে আসেন।

এবিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর আলী বলেন, সোমবার দিনগত রাতে চন্দ্রঘোনা চন্দ্রঘোনা কদমতলী ইউপির সৈয়দুল হক চেয়ারম্যান গোট্টা নামক এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা পেজার মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে সকালে আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর