রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন সলঙ্গা আ.লীগের সভাপতি-সম্পাদক

দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ মনোনীত মো. সাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু।
বুধবার (১৫ মার্চ) রাজধানীর গুলশানে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
সাক্ষাৎকালে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুকে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতির নতুন কর্মস্থলের সফলতা ও সুদীর্ঘ জীবন কামনা করেছেন সলঙ্গা থানা আওয়ামীলীগের এ দুই নেতা।
এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুসহ সলঙ্গাবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন ।